I am an Indian. India is my motherland. Every Indian citizens are my brothers and sisters. I praise my country very much. I am proud of the culture and to be a citizen of that country. I will always work hard to be a suitable part of it. I will always behave well to my parents, teachers, guardians and my fellow people. I promise to be reliable to my country and countrymen. I feel glad in the upliftment of my country.
Identity Card will be issued to every student and this must be displayed on the person of the student while in School Campus.
Wearing of School Uniform, the colour and design of which are specified, is a must for every student.
(১) বিদ্যালয়ে ভর্ওি হওয়া সকল ছাএ - ছাএীর জন্য প্রতিদিন বন্দনা সভায় উপস্থিত থাকা ও সমাপ্তিতে বন্দেমাতরম সংগীতে অংশগ্রহন করা বাঞ্ছনীয়।
(২) কোন ও কারণে ছাএ - ছাএী বিদ্যালয়ে অনুপস্থিত থাকিলে প্রধানাচার্যের নিকট অনুপস্থিতির জন্য দরখাস্থ করিতে হইবে।
(৩) বিদ্যালয় ছুটির পর ছাএ - ছাএীর অভিভাবক সময়মত ছাএ - ছাএীকে বাড়ীতে নিয়া যাইবেন। অভিভাবকের কোনও পরিচিত কাহাকে ছাএ - ছাএীকে নিয়া যাওয়ার জন্য পাঠালে সেই ব্যক্তিকে বিদ্যালয়ে পরিচয় করানো বাধ্যতামুলক নতুবা প্রত্যক্ষ অভিভাবক ছাড়া ছাএ - ছাএীকে দেওয়া যাইবে না।
(৪) শিশুকে স্বচ্ছ গণবেশ পরিধান ও হাতের নখ কাটার ও দাঁত পরিস্কার রাখার ব্যাপারে সর্বদা যত্নবান থাকা আবশ্যক।
(৫) বিদ্যালয়ে অল্পাহারের জন্য ফল, বিস্কুট বা ঘরে তৈরী খাবার দেওয়া কোনও ভাবে বাজারের প্যাকেট ফুড দেওয়া ঠিক নয়।
(৬) শিশুকে বিদ্যালয়ের পরিবেশ অনুযায়ী বাড়ীতে অভ্যাস করানো যাতে সে বিদ্যালয় ও বাড়ীর মধ্যে পার্থক্য বোধ না করে।
(৭) বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নূন্যতম ৭০ শতাংশ উপস্থিত থাকিতে হইবে।
(৮) বিদ্যালয়ের অনুশাসন বিরুদ্ধ আচার আচরণ ও সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয় এমন ক্রিয়াকলাপ ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিলক্ষিত হইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে এমন কি দোষী প্রমাণিত হইলে সেই ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় হইতে বহিস্কার ও করা যাইতে পারে।
(৯) বিদ্যালয় হইতে দেওয়া দৈনন্দিন গৃহকাজ ও অন্যান্য প্রয়োগ মূলক কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট আচার্য-আচার্যার নিকট জমা দেওয়া আবশ্যক।
(১০) বিদ্যালয় আয়োজিত সকল ধরণের উৎসব, পর্ব, জয়ন্তী ও অন্যান্য কার্যক্রমে ছাত্র-ছাত্রীর উপস্থিত থাকা আবশ্যক।
(১১) বিদ্যালয়ের সকল প্রকার পরীক্ষা বা মুল্যায়ণ চলাকালীন সময়ে বিশেষ করে শারীরিক অসুস্থতা ছাড়া কোন ও ছুটি মঞ্জুর করা যাইবে না।